বি:দ্র: “যারা নিয়মিত জ্ঞান চর্চা করেন এবং পড়ুয়া হিসেবে খুবই বিজ্ঞ বইটি তাদের জন্যে।” একেবারেই সাধারণ পাঠক/পাঠিকারা বইটিকে হয়তো শুধুমাত্র উপভোগ করবে, কিন্তু উপলব্ধিটা তাদের আসবে না।
কথার ভেতরে লুকানো অজস্র কথাগুলোকে কেউ আবিষ্কার করতে পারলেই আমাদের জটিল এই জীবনের কুটিল সব ভাবনাগুলো অদরকারি আসবাবপত্রের ন্যায় আজীবন অনাদরে মস্তিষ্কের এক কোনায় পড়ে থাকবে। শব্দ দিয়ে যে ছবি গোটা বইটিতে আঁকা হয়েছে তা দেখার চোখ সবার থাকে না। যাদের অদৃশ্য সেই চোখ আছে তারা সাধারণ নয়, একটু ব্যতিক্রম, তারা অসাধারণ। একটা শান্ত পুকুরে ঢিল ছুড়লে আকষ্মিক যে তরঙ্গের সৃষ্টি হয় বইটি পড়তে গিয়ে বারবার আমাদের ভাবনার দেয়ালে ঠিক তেমন কম্পনের সৃষ্টি হবে।