বি:দ্র: “সামাজিক ব্যবসা-বইটি প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার হলেও পড়া উচিৎ”। কেননা, মানুষ তার চিন্তার সমান বড়। দু-জন মানুষ রাস্তায় পড়ে থাকা কয়লা দেখে দু-রকম চিন্তা করবে। একজন মনে করবে এটি নোংরা-আবর্জনা, আর অন্য জনের কাছে মনে হবে তা প্রাকৃতিক সম্পদ।
একই জিনিস অথচ দুজন মানুষের দু-রকমের চিন্তা। গোটা মানব জাতির চিন্তায় এই বিশ্লেষণের মাধ্যমে করে ফেলা যায়। রাস্তায় পড়ে থাকা একটি কয়লাকে প্রাকৃতিক সম্পদ মনে করে প্রায়োরিটি দেওয়া মানুষগুলোকে মেজরিটি মানুষই প্রথমে মনে করবে এটা পাগলের কারবার। আর কিছুদিন যেতে না যেতে তারাই সেই পাগলের দেখানো পথ আক্রে ধরেই বাঁচতে চাইবে। বলবে জীবন সুন্দর!
পৃথিবী মেজরিটি মানুষ বদলায় না। তারা কেবল অনুসরণ করে। পাগলরাই পৃথিবী বদলায়।
মানুষের সাইকোলজি এভাবেই কাজ করে। মানুষ আসলে এমনিই। তারা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, চুল থাকতে মাথায় নিয়ম করে তেল দেয় না। বাংলাদেশের মানুষের জীবন-যাত্রার মান স্ট্যান্ডার্ড নয়। এর কারণ একটিই এখানে সমস্যা অনেক বেশি। সেই সমস্যার প্রকারভেদ আবার হাজার খা’নেক। খেলাটা কিন্তু এখানেই! মেজরিটি মানুষ বাংলাদেশ বলতে কেবলই সমস্যা মনে করবে। তারা যে-দিকে তাকাবে সেদিকেই দেখবে কেবলই সমস্যা। এখান থেকেই দু-একজন মানুষ খোঁজবে সমাধান। তারা থাকবে নিরব। তারা শুধুই কাজ করবে। একসময় সেই সমস্যাটির অভিনব ইফেক্টিভ সমাধান তারা ঠিকই বের করে ফেলবে।
ব্যাস প্রথমে গোটা দেশ তারপর গোটা বিশ্ব তার দেখানো পথ ধরে হাঁটবে।
আগামী দশ বছরের মধ্যে এই দেশ থেকেই এমন অসংখ্য মানুষের নাম আপনারা জানবেন যারা কেবলই বাংলাদেশ নয়,জয় করবে গোটা বিশ্ব। এর কারণ একটিই এই দেশে আসলেই সমস্যা অনেক বেশি। তাই কষ্ট করে সমস্যা খুঁজতে হবে না। সমস্যার পেছনে যে সময় ব্যায় হতো সেই সময়ে এদেশের কিছু মানুষ তা সমাধান করেই দেখিয়ে দিবে।
আলোচনা টা সমস্যা নিয়ে নয়, হোক তা সমাধানের। আর তা করতে গেলে কাজ করতে হবে। সেই কাজের কোনো সীমা থাকা চলবে না। একজন সুস্থ শরীরের লোক বেকার থাকবে, এটা হতেই পারে না। কাজের ক্ষেত্রে বয়সের আবার সীমা কিসের? অবসরে যাওয়া বলতে যদি কিছু থাকে সেটা একমাত্র-মৃত্যু। জীবিত আছেন এমন কেউ আবার অবসরে কি করে গেলেন? রিটায়ারমেন্টকেই আসলে রিটায়ারমেন্টে পাঠানো প্রয়োজন।
ব্যক্তি বিদ্দ্বেষ, রাজনৈতিক মতাদর্শ এমনকি স্বার্থকেন্দ্রিকতার উপরে গিয়ে বইটি পড়তে শুরু করুন। পৃথিবীর জন্যে যা কল্যাণকর সেটিই পৃথিবীর সবচেয়ে সুন্দর।