Author

আনোয়ার হোসেন লিখন

আনোয়ার হোসেন লিখন

আনোয়ার হোসেন লিখন একজন কবি, সাংবাদিক ও সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে পরিচিত। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতায় জড়িত। খুব ছোটবেলায় লেখালেখির প্রতি ভালোবাসা তার। তিনি তার কবিতায় মরমি ভাবনা, মানবতাবাদ, প্রেম ও দ্রোহ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তার কবিতায় ফুটিয়ে তুলতে চেয়েছেন। আনোয়ার হোসেনে লিখনের কবিতার প্রধান বৈশিষ্ট্য হল তার কাব্যিক গভীরতা এবং মানবিকতার প্রতি তার অঙ্গীকার। তিনি অনেক সময় সমাজের নানা অসঙ্গতি এবং মানব জীবনের বিভিন্ন দুঃখ—কষ্টের কথা তুলে ধরেছেন। তাঁর কবিতা পাঠককে চিন্তা করতে উদ্বুদ্ধ করে এবং সমকালীন সমাজের প্রতি এক গভীর অনুধাবন সৃষ্টি করে। কবির জন্ম ও বেড়ে উঠা খাগড়াছড়ি পার্বত্য জেলায়। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরায়। কবিতার পাশাপাশি তিনি প্রবন্ধ, গল্প, এবং অন্যান্য সাহিত্যকর্ম রচনা করেছেন। তার প্রকাশিত প্রথম কবিতার বই অভুক্ত শিশু। তাঁর কবিতায় মানবাধিকার, প্রকৃতি, প্রেম, ন্যায়বিচার, এবং সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে গভীর ভাবনা উঠে আসছে। তার কবিতার ভাষা এবং উপস্থাপনা সাদাসিধে হলেও অনেকটা অন্তর্নিহিত দৃষ্টিকোণ থেকে জটিল। তাঁর কাজ বাংলা কবিতার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করবে বলে বিশ্বাস করি। কবির রচনাশৈলী ও কবিতার বৈশিষ্ট্য মুগ্ধ করবে যে কাউকে । কবি এই গ্রন্থে বাস্তব জীবন, প্রেম, বিরহ, বেদনা, চাওয়া—না পাওয়া, অনুভূতি, সফল্যতা, ব্যর্থতা, সকল কিছু বিষয়ের আলোকে অসাধারণ সব কবিতা লিখেছেন। সব মিলিয়ে কবি অসাধারণ শৈল্পিক সমন্বয় ঘটিয়েছেন। কাব্যপ্রেমীদের কাব্যরস আস্বাদনে ‘প্রেম ও দ্রোহের নির্জন অভিসার” কাব্যগ্রন্থটি পাঠকপ্রিয় হবে। কবি আনোয়ার হোসেন লিখন বর্তমানে দৈনিক আমাদের সময়ে সাংবাদিক হিসেবে কর্মরত।