Author

রিচার্ড ডকিন্স

রিচার্ড ডকিন্স

ক্লিন্টন রিচার্ড ডকিন্স (জন্ম: ২৬ মার্চ ১৯৪১, নাইরোবি, কেনিয়া) একজন ব্রিটিশ বিবর্তনবাদী জীববিজ্ঞানী, প্রাণীবিদ, লেখক এবং বিজ্ঞান প্রচারক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউ কলেজের এমেরিটাস ফেলো এবং ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত "চার্লস সিমনি চেয়ার ফর দ্য পাবলিক আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স" পদে অধিষ্ঠিত ছিলেন। ডকিন্সের ১৯৭৬ সালে প্রকাশিত The Selfish Gene বইটি "জিন-কেন্দ্রিক বিবর্তন" ধারণাকে জনপ্রিয় করে এবং "মিম" শব্দটি প্রবর্তন করে। তিনি ধর্মীয় বিশ্বাসের সমালোচক এবং বিজ্ঞান ও যুক্তিবাদের প্রবক্তা হিসেবে পরিচিত। ২০০৬ সালে তিনি "রিচার্ড ডকিন্স ফাউন্ডেশন ফর রিজন অ্যান্ড সায়েন্স" প্রতিষ্ঠা করেন, যা বিজ্ঞান ও ধর্মনিরপেক্ষতা প্রচারে কাজ করে।ডকিন্সের কাজ বিবর্তন, ধর্মনিরপেক্ষতা এবং বিজ্ঞান শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি সাধারণ পাঠকদের জন্য জটিল বৈজ্ঞানিক ধারণাগুলো সহজভাবে উপস্থাপন করতে পারদর্শী।